Khoborerchokh logo

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী । 109 0

Khoborerchokh logo

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী ।

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ এপ্রিল) গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এখন স্কুল আমরা খুলব না, শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলব না। সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের স্কুল কলেজ বন্ধ থাকবে। যদি তখন পর্যন্ত করোনাভাইরাস অব্যাহত থাকে। আমরা কোন ধরনের ঝুঁকি নেব না। যখন করোনাভাইরাস থামবে তখন খুলব। বেশি জনসমাগম যেন না হয়।
তিনি বলেন, করোনায় উন্নত দেশ অনুন্নত দেশ সবার একই অবস্থা। স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। দেশবাসী নির্দেশনা মেনে ঘরে থাকছে। আমরা সবার ঘরে খাবার পৌঁছে দিতে চেষ্টা করছি। ১০ টাকার চাল সবাইকে দেওয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের টেস্ট করছে। যা হচ্ছে তাই বুলেটিন আকারে জানাচ্ছে। এখন পর্যন্ত ৫ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪৫ জন। বিশ্বের এর থেকে আরও বেশি লোক মারা গেছেন। যা যা করা দরকার তা করে যাচ্ছি। ৩ হাজার ৯ জন চিকিৎসক অনলাইনে সেবা দিয়ে যাচ্ছে। খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা মানুষকে সুরক্ষা রাখার জন্য কাজ করে যাচ্ছি।করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলা জানানো হয়েছিল।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com